২৩ দিনের ছুটিতে যাচ্ছে বশেমুরবিপ্রবি


Arafat Alam | Published: 2024-03-29 12:26:50 BdST | Updated: 2024-04-27 14:38:13 BdST

আসন্ন ঈদুল ফিতর, জুমাতুল বিদা, সব-ই কদর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামীকাল ২৯ মার্চ তারিখ (শুক্রবার) থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২৩ দিনের ছুটিতে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশে প্রক্টর মো. কামরুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুমাতুল বিদা, সব-ই কদর ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ২৯/০৩/২৪ থেকে ২০/০৪/২৪ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে। এছাড়াও ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের বেশকিছু নির্দেশনা পালনের জন্য বলেছেন। এরমধ্যে রয়েছে, বন্ধের এই সময়ে উল্লেখযোগ্য কোন বহিরাগত যানবাহন, মটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা যাবেনা। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হলে আইডি কার্ড প্রদর্শন করতে হবে। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। বিশেষ স্থানগুলোতে সন্ধ্যা ৬.৩০ এর পর কেউ থাকতে পারবে না। মসজিদ গেট, উপাচার্য মহোদয়ের বাসভবনের পকেটগেট বন্ধ থাকবে। ছাত্রী হল গেট ৭.০০ টায় বন্ধ হয়ে যাবে।