ভর্তি জালিয়াতির অভিযোগে চবির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার


চবি টাইমস | Published: 2017-10-28 16:28:40 BdST | Updated: 2024-05-29 08:13:53 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি জালিয়াতির চেষ্টা ও ইলেকট্রনিক ডিভাইসসহ গ্রেফতার হওয়া দুই শিক্ষার্থীকে সাময়িক ভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল চারটার দিকে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের একথা জানান চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।

তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ সৌরভ। তিনি চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত। আরেকজন ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল কবির।

চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক বৈঠকে তদন্ত রিপোর্টের ভিত্তিতে ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিশেষ ক্ষমতা বলে এই দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়াও তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এ বিষয়ে কারণদর্শাতে বলা হয়েছে।

উল্লেখ, চবির ভর্তি পরীক্ষার একদিন আগে মঙ্গলবার বায়েজিদ থানার অক্সিজেন এলাকা থেকে তিনটি ডিভাইসসহ নাজমুল কবিরকে আটক করে পুলিশ। নাজমুলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জালিয়াতি চক্রের আরেক সদস্য ইশতিয়াক আহমেদ সৌরভকে বৃহস্পতিবার রাতে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে আটক করে।

এমএস/ ২৮ অক্টোবর ২০১৭