শাবি শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ


টাইমস প্রতিবেদক | Published: 2017-11-06 19:07:52 BdST | Updated: 2024-12-09 00:15:21 BdST

ক্রমাগত ছিনতাইয়ের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (০৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সহকারী প্রভোস্ট লেকচারার আশিষ কুমার বণিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফেরার পথে গত বেশ কয়েক দিনে ৫০টিরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর বেশিরভাগই শিকার হন শাবি শিক্ষার্থীরা। এসব কাজে অটোরিকশাচালকরা জড়িত বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, এ বিষয়ে গত ৩০ অক্টোবর একটি অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর দেয়া হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়া হয়নি। এ কারণেই সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।

এর প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শাবি শিক্ষার্থীরা। এতে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনায় পরিবহন চালক ও শ্রমিকরা শিক্ষার্থীদের ওপর চড়াও হন। পরে তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শাবির শাহপরান হলের প্রভোস্টসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

কেএস/ ০৬ নভেম্বর ২০১৭