শাবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা


শাবি টাইমস | Published: 2017-11-09 16:53:46 BdST | Updated: 2024-12-09 01:08:17 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের ওপর সিএনজি চালকদের হামলার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে বুধবার (০৮ নভেম্বর) জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে রেজিস্টার ইশফাকুল হোসেন জানান, একই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণিত বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামকে প্রধান করে অন্য সদস্যরা হলেন, প্রক্টর জহির উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. জহির বিন আলম, অধ্যাপক ড. মস্তাবুর রহমান ও অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন।

ছিনতাইয়ের প্রতিবাদে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়ক শিক্ষার্থীরা অবরোধ করলে সিএনজি পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে সহকারী হল প্রভোস্ট আশিষ কুমার বণিকসহ ১০জন আহত হন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘এঘটনায় আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির সঙ্গে কথা বলেছি। শিক্ষক-শিক্ষার্থীদর উপর হামলার পর থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে শহরের বিভিন্ন সড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।’

এসজে/ ০৯ নভেম্বর ২০১৭