সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর শুক্রবার। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কক্ষ ও পরীক্ষার কেন্দ্রসমূহ বিশেষ নিরাপত্তার আওতায় থাকবে।
পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের সংঘটিত অপরাধ কঠোরভাবে দমনের জন্য সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরীক্ষা কক্ষের যেকোনো অনিয়মের সন্ধান পেলে প্রক্টর (০১৭১১-২৪০৫৮০) বা শাহপরাণ থানায় (০১৭১৩-৩৭৪৩১০) জানানোর জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
আরএম/ ১৬ নভেম্বর ২০১৭