শাবিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভর্তি পরীক্ষার্থী আহত


শাবি টাইমস | Published: 2017-11-16 23:07:07 BdST | Updated: 2024-05-02 08:45:35 BdST

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক ভর্তি পরীক্ষার্থী ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দীন আহমেদ জানান।

আহত আফজাল হোসেন ফাহিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আবু বকর সিদ্দিকের ছেলে।

আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় এ ইউনিটের ও বিকেলে বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে বৃহস্পতিবার সকালেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন ফাহিম।

প্রত্যক্ষদর্শী সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থী সৈয়দ বাপ্পী বলেন, “ওই শিক্ষার্থী হলের আশেপাশের টিলা ঘুরে দেখছিল। এ সময় কয়েকজন যুবক এসে তার ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

“এসময় বাধা দিতে চাইলে তারা তাকে কুপিয়ে টিলায় ফেলে চলে যায়। পরে আমি তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”

ফাহিমের চাচা ফজলুল হক বলেন, ফাহিমের বাম পায়ে বেশি জখম হয়েছে। তাছাড়া কোমরেও আঘাতের চিহ্ন রয়েছে। জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনা জানতে পেরেছি। ছিনতাইকারীদের খুঁজে দ্রুত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।”

গত কয়েকমাস ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইয়ের শিকার ১৭ শিক্ষার্থী জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে ওসি জানান। সূত্র: বিডিনিউজ।

টিআর/ ১৬ নভেম্বর ২০১৭