প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর শাখা নদীতে ভেসে উঠল মৃত ডলফিন। মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ১০টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মুফতি ফয়জুল্লাহ ব্রিজের নিচে চেংখালী খালে ভেসে উঠেছে ডলফিনটি। স্থানীয়রা খাল থেকে ডলফিননটি উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হালদা নদী থেকে জোয়ারের পানিতে ভেসে শাখা চেংখালী খালে ভাসতে থাকে। কি কারণে ডলফিনটি মারা গেছে তা জানা যায়নি। প্রায় আট ফুট লম্বা ডলফিন স্থানীয় জনগণ খাল থেকে উদ্ধার করে। দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক মিঠাপানির মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এই বিরল প্রজাতির ডলফিন গুলোর বিচরণ রয়েছে।
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ২৭টি ডলফিন মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন নদীতে অতি বিপন্ন প্রজাতি হিসেবে পরিচিত এ প্রজাতির এক হাজার ডলফিন রয়েছে। তার মধ্যে হালদা নদীতে ১৭০টি ডলফিন রয়েছে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছ শিকার, বালু উত্তোলন ও যান্ত্রিক নৌযান চলাচল নিষিদ্ধ করা হলেও অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করছেন। নদীতে যান্ত্রিক নৌযান, বালু পরিবহন করায় ড্রেজার, যান্ত্রিক নৌযানের আঘাতে ও অবৈধভাবে মাছ শিকারীর জালে আটকা পড়ে ইতিপূর্বে ডলফিনগুলো মারা যায় বলে জানা গেছে।