বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার সদর উপজেলায় মোস্তাক আহমদ খানকে সভাপতি ও আলমগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপম ও সাধারণ সম্পাদক সাকিব মজুমদার এবং যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমদ অপুর যৌথ স্বাক্ষরিত চিঠিতে এ কমিটির অনুমোদ দেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মামুন আহমদ, মোহাম্মদ আল আমিন, নিজাম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, রাজন দাশ, রফিকুল ইসলাম রফিক, ফয়েজ আহমদ টিটু, সাহেদ আহমদ শান্ত, সাংগঠনিক সম্পাদক অনন্ত মোহন দাস, ইসমাঈল হোসেন সাজু, দপ্তর সম্পাদক শ্রীশ দাশ, সাংস্কৃতিক সম্পাদক জাবেদুর রহমান জাবেদ, যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার হিমু প্রমুখ।
আরএম/ ১৮ অক্টোবর ২০১৭