বৃত্তি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩০ শিক্ষার্থী


টাইমস ডেস্ক | Published: 2017-12-24 20:52:17 BdST | Updated: 2024-05-14 02:53:28 BdST

চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩০ জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএএ) ।

শনিবার (২৩ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ কমিটির আহ্বায়ক আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এ তথ্য জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের যেন পড়াশোনার ক্ষতি করে অন্য কোথাও কাজ করতে না হয় সে জন্যই এ বৃত্তি দেয়া হচ্ছে।

এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বৃত্তিপ্রাপ্তরা প্রত্যেকে মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। তাদের চার বছরের জন্য এ বৃত্তি দেয়া হবে। তবে এ জন্য বৃত্তিপ্রাপ্তদের তিনটি শর্ত পালন করতে হয়। এগুলো হলো- নিজেদের ভাল মানুষ হতে হবে, বিশ্ববিদ্যালয় বন্ধের সময় নিজ এলাকায় সচেতনতামূলক কাজ করতে হবে এবং কর্মজীবনে প্রবেশের চার বছর পর একজন দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করতে হবে।

আরএম/ ২৪ ডিসেম্বর ২৩১৭