স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-14 16:46:07 BdST | Updated: 2024-05-14 06:36:20 BdST

দক্ষিণ কোরিয়া এশিয়া মহাদেশের অন্যতম সমৃদ্ধ একটি দেশ। দক্ষিণ কোরিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্রেডিট ট্রান্সফারের সুবিধাও দিয়ে থাকে। বাইরের দেশের শিক্ষার্থীদের জন্য বেশকিছু স্কলারশিপের ব্যবস্থা রয়েছে দেশটিতে।

শিক্ষাব্যবস্থা : সিঙ্গাপুরে অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলরস ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, ডক্টোরাল ডিগ্রি নেওয়ার জন্য উচ্চশিক্ষার্থে যেতে পারেন। দেশটির বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বছরে দুটি সেমিস্টার অফার করে থাকে। একটি হলো মার্চের শুরু থেকে মধ্য জুন পর্যন্ত। আর দ্বিতীয় সেমিস্টারটি হলো সেপ্টেম্বরের প্রথম দিক থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত। ব্যাচেলর ডিগ্রির জন্য সাধারণত ৪ বছর ফুলটাইম পড়াশোনা করতে হয়। মাস্টার্স ডিগ্রির জন্য সাধারণত ২ বছর এবং ডক্টোরাল ডিগ্রির জন্য সাধারণত দুই-তিন বছরের ফুলটাইম স্টাডির প্রয়োজন হয়।

ভর্তির যোগ্যতা : ব্যাচেলরস প্রোগ্রামে ভর্তির জন্য কমপক্ষে ১২ বছরের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। অর্থাৎ আপনাকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে চাইলে অবশ্যই সফলতার সঙ্গে কমপক্ষে ১৬ বছরের শিক্ষাগত জীবন শেষ করতে হবে। মাস্টার্স করা থাকলে আপনি আরও উচ্চতর ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন।

টিউশন ফি ও অন্যান্য খরচ : ইউরোপ-আমেরিকার দেশগুলোর তুলনায় দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি অনেক কম। তবে দেশটিতে পড়াশোনার খরচ নির্ভর করে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি আলাদা। তবে বিশ্ববিদ্যালয়গুলোর গড়ে বার্ষিক টিউশন ফি হলো ৪ হাজার মার্কিন ডলার থেকে শুরু করে ১০ হাজার মার্কিন ডলার। টিউশন ফির সঙ্গে প্রতি মাসের খাবার খরচ বাবদ গড়ে ৩০০ ডলার যোগ করতে হবে। থাকা খরচ বাবদও মাসে এ রকম অর্থ গুনতে হবে।

খন্ডকালীন কাজের সুযোগ : নিয়ম অনুসারে প্রথম সেমিস্টার শেষ করার পর বিদেশি শিক্ষার্থীরা খ-কালীন কাজের অনুমতি পায়। শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার সুযোগ পায়। এ সময় তারা পূর্ণকালীন কাজ করতে পারে। দক্ষিণ কোরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর রেস্টুরেন্ট, লাইব্রেরি, বিভিন্ন প্রতিষ্ঠান, দোকান, স্ন্যাকসবার ও ল্যাবরেটরিতে খ-কালীন কাজ করার সুযোগ রয়েছে।

কীভাবে আবেদন করবেন : দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে আবেদনের সময়সীমা দেওয়া থাকে। যে বিভাগে ভর্তি হতে চান, বিস্তারিত জানতে সেই বিভাগের অ্যাডমিশন অফিস বরাবর সরাসরি লিখতে পারেন। বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটেও আবেদন ফরম পাওয়া যায়। দেশটির কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনের মাধ্যমেও আবেদনপত্র পূরণ করার সুবিধা দিয়ে থাকে। এরপর ভিসা ও অন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে, সে তথ্য আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয়। এ সময় পূর্ণাঙ্গ আবেদনপত্র, মার্কশিটসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদের ইংরেজি ভার্সন, বিদ্যালয় বা কলেজের ছাড়পত্র, ইংরেজি বা কোরিয়ান ভাষা টেস্ট স্কোর, পাসপোর্টের ফটোকপি প্রভৃতি কাগজপত্রের প্রয়োজন হবে।

ভিসা প্রক্রিয়া : দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। এ সময় কমপক্ষে পূর্ণাঙ্গ আবেদনপত্র, ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, সচ্ছলতার সনদ বা ব্যাংক স্টেটমেন্ট, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্মসনদসহ আনুষঙ্গিক কাগজপত্রের প্রয়োজন হতে পারে। ভিসার জন্য আপনাকে বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাসে যোগাযোগ করতে হবে।

বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার দূতাবাসের ঠিকানা : ৪, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা-১২১২। ফোন : ৮৮১২০৮৮-৯০, ফ্যাক্স : ৮৮-০২-৮৮২৩৮৭১। স্টুডেন্ট ভিসার ফি হিসেবে ৫০ মার্কিন ডলার পরিশোধ করতে হয়।

ভাষাগত দক্ষতা : দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই কোরিয়ান ভাষায় শিক্ষাদান করা হয়। তাই দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উচ্চশিক্ষা নিতে চাইলে কোরিয়ান ভাষা জানতে হবে। এর জন্য কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স করে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট কোরিয়ান ভাষার ওপর বিভিন্ন কোর্স করিয়ে থাকে। অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আইইএলটিএস বা টোফেল কোর্স করা থাকতে হয়। টোফেল আইবিটি স্কোর ৭৯ থেকে ৮০ ও আইইএলটিএস স্কোর ৬ক্স০ বা আরও বেশি। নিচে কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দেওয়া হলো

Seoul National University
599, Gwanango, Gwanak-gu,
Seoul, 151-742, South Korea.
Tel : +8228806973, Fax : +8228806979
Web : www.snu.ac.kr
n Chung Ang University
221, Heukseok-dong, Dongjak-gu,
Seoul 156756, South Korea.
Tel : +8228206123, Fax : +8228138069
Web : www.cau.ac.kr
n Sun Moon University
Kalsan-ri, Tangieong-myeon,
Asan-si,Chungnam 336-708, Korea.
Tel : +82415302114, Fax : +82415417424
Web : www.sunmoon.ac.kr
n Keimyung University
2800, Dalgu beoldaero, Dalseo-gu,
Daegu 704-701, South Korea.
Tel : +82535806023, Fax : +82535806025
Web : www.kmu.ac.kr
n Sun Kyung Kwan University
53, Myeongnyun-dong, Jongno-gu,
Seoul 110-745, South Korea.
Tel : +827600152, Fax : +827601152
Web : www.skku.ac.kr
n Chodang University
419, Sung nom-ri, Muan-gun,
Jeonnam, Mokpu, South Korea.
Tel : +82614501025, Fax : +82614501592
Web : www.chodang.ac.kr
n Hansei University
604-5, Danjung-dong, Gunpo-si,
435-742, South Korea.
Tel : +82314505332, Fax : +82 314576517
Web : www.hansei.ac.kr
n Yonsei University
134, Sinchon-dong, Seodacmun-gu,
Seoul 120-749, South Korea.
Tel : +82221233486, Fax : +8221233927
Web : www.yonsei.ac.

এমএন/ ১৪ জানুয়ারি ২০১৮