চীনে উচ্চশিক্ষা নিতে হলে


টাইমস অনলাইনঃ | Published: 2018-06-07 09:49:05 BdST | Updated: 2024-05-02 06:49:34 BdST

বিদেশ থেকে উচ্চশিক্ষা ডিগ্রি নেয়ার স্বপ্ন সবারই থাকে। কিন্তু কিভাবে যাবো, কোন দেশে যাবো এ নিয়ে জন্ম নেয় নানান প্রশ্ন। কম খরচে কোন দেশে ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবো। অনেক টাকার প্রয়োজন। আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সে স্বপ্ন কিভাবে সার্থক করবে। নানা প্রশ্ন আমাদের মনে, তাই মনে অধীর আগ্রহ থাকলেও আর সেই স্বপ্নটা পূরণ হয়না কখনোই। স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। চীনের নাম শুনেছেন নিশ্চই। বর্তমান বিশ্বের শক্তিধর দেশের তালিকায় যে দেশের নাম অনেক উপরে, বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশ। বিশ্বকে খুব দ্রুতই তাদের হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে। অপরূপ সুন্দর প্রকৃতিক সৌন্দর্যের দেশ চীন।

গ্রেট ওয়ালের দেশ চীন দিচ্ছে বিদেশি শিক্ষার্থীদের জন্য অভাবনীয় সুযোগ। বিনা পয়সায় বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সুযোগ। শুধু তাই নয় প্রতি মাসে বিদেশি ছাত্রছাত্রীরা টাকাও পাবে। চীনে বিভিন্ন রকমের স্কলারশীপ রয়েছে। তার মধ্য সিএসসি গভর্মেন্ট স্কলারশীপ, প্রভেনশিয়াল বা মেয়র স্কলারশীপ, ভর্সিটি স্কলারশীপ, প্রেসিডেনসিয়াল স্কলারশীপ, পার্শিয়াল স্কলারশীপ ইত্যাদি। যারা সিএসসি স্কলারশীপ পাবে তারা সম্পূর্ন ফ্রিতে পড়াশুনা করতে পারবে এবং প্রতিমাসে ২৫০০-৪৫০০ চায়না ইউয়ান স্টাইপেন পাবে। মেয়র স্কলারশীপের জন্য থাকছে সম্পূর্ন ফি পড়াশুনাসহ প্রতি মাসে ৭৫০-১৫০০ চায়না ইউয়ান স্টাইপেন। তবে কিছু শর্তও রয়েছে। যারা ব্যচেলরের জন্য ফুল স্কলারশীপ পেতে চায় তাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুটো মিলে ভাল রেজাল্ট থাকতে হবে। এবং ফুল স্কলারশিপ থাকে হাতেগোনা কয়েকটি। তবে সকল বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা নেই। অন্যরাও আবেদন করতে পারবে। তাদের সিজিপিএ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির স্কলারশীপ পাবে।

মাস্টার্সে এবং পিএইচডিতে যারা সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই অনার্সে ৩.০০ পয়েন্টের উপরে থাকতে হবে।ভাবছেন, কিভাবে আবেদন করব? আবেদন কঠিন কোন বিষয় নয়। সিএসসির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। www.csc.edu.cn এই ওয়েবসাইটে। laihua.com এ একাউন্ট করতে হবে। একটি ইমেইল আইডি দিয়ে একটি মাত্র আবেদন করতে পারবেন। এখানে ক্যাটটাগরি আছে। ক্যাটাগরি বাছাই করে নিজের পছন্দমতো আবেদন করুন। তবে এটা নিজের ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। কার স্কলারশীপ হবে তা কেউ জানেনা। প্রতিবছর দেশ থেকে অনেক ছাত্রই চীনের গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে চীনে পড়াশুনা করতে আসে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে সমস্ত নির্দেশিকা দেয়া আছে।

প্রতিবছর সেপ্টেম্বর সেশনের জন্য চীনের সকল বিশ্ববিদ্যালয় গুলো ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। ভর্তি প্রক্রিয়া শুরু হয় ডিসেম্বর মাসে। চলে জুন, জুলাই পর্যন্ত।

চাইনিজ ভাষা শিখতে চাইলে চীনের বিশ্ববিদ্যালয় গুলোতে দারুন সুযোগ রয়েছে। ৬ মাস ও ১ বছরের কোর্স রয়েছে। সেপ্টেম্বর এবং মার্চে চাইনিজ ভাষার কোর্স শুরু হয়। আর যারা ল্যাংগুয়েজের উপর কনফুসিয়াস স্কলারশীপ নিয়ে পড়তে আগ্রহী তাদের দেশ থেকে কনফুসিয়াস ইনস্টিটিউটে ভর্তি হয়ে প্রতিযোগিতা করে পেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট রয়েছে।

চীনে মেডিকেল শিক্ষার্থীর জন্য বেশ সুযোগ রয়েছে। ৫ বছরে টিউশন ফি থাকা খাওয়াসহ মোট ২০-২৫ লাখ টাকার মধ্যে ডাক্তারি পড়া শেষ করতে পারবেন। 

এতকিছুর পরেও কিছু কিন্তু থেকে যায়। বর্তমানে চীনের উচ্চশিক্ষা নিয়ে অনেক কনসালটেন্সি ফার্ম গড়ে ওঠেছে। যারা ছাত্রদেরকে নানারকম প্রলোভোন দেখিয়ে ভুল তথ্য দিয়ে হয়রানি করছে। লাখ লাখ টাকা আত্মসাৎ করে নিচ্ছে। সকলের অবগতির জন্য বলছি, চাকচিক্যময় প্রলোভোনে আকৃষ্ট হয়ে নিজের টাকা খোয়াবেন না। কনসাল্টেন্সি ফার্ম সম্পর্কে সঠিক তথ্য নিয়ে তারপর পা রাখবেন। তাই ভালভাবে জেনেশুনে কাজ করবেন, না হলে প্রতারিত হবার সম্ভাবনাই বেশি।

অনেক ছাত্রই এখানে এসে প্রতারণার শিকার হচ্ছে। তাদের বলে আনা হয় ফুল স্কলারশিপ কোন টাকা লাগবে না কিন্তু চীনে আসার পরে তারা জানতে পারে প্রতি বছর সব মিলিয়ে দুই লাখ করে টাকা ব্যায় করতে হবে। এবছরও অনেক ছাত্রের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের ভুল তথ্য দিয়ে আনা হয়েছে। এখন তারা নিরুপায়। অনেকেই এমন বিড়ম্বনায় পড়ে দেশে ফিরে গেছেন। বিদেশে পড়ার স্বপ্ন টাকার অভাবে আর পূরণ হয়নি তাদের। আর এসব প্রতারণা করে থাকে চীনে অধ্যায়নরত ছাত্রদের মধ্যে থেকেই একটি অংশ। যেটা মুরগি ব্যবসা বলেই সকলের কাছে পরিচিত। মুরগি ধরতে পারলেই টাকা।

তবে সবাই যে প্রতারণা করে তা নয়। সুতরাং, চীনে আসতে হলে ভাল করে জেনেশুনে পা রাখবেন। প্রতারিত হবেন না। যারা চীনে আসতে ইচ্ছুক তারা সময় নষ্ট না করে সঠিক তথ্য যাচাই বাছাই করুন। আপনার স্বপ্ন সার্থক হোক এটাই কামনা।

চীনে উচ্চশিক্ষার সহায়ক লিংক

লেখকঃ আসিফ ইমন, অধ্যয়ন করছেন চীনের ছংছিং চিয়াওথং ইউনিভার্সিটিতে

বিদিবিএস