ঢাবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ছাত্রলীগের শোকসভা


ঢাবি টাইমস | Published: 2017-08-08 02:11:33 BdST | Updated: 2024-05-12 22:25:48 BdST

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ছাত্রলীগ আজ দুপুর একটায় এমবিএ ভবনে আলোচনা সভার আয়োজন করেছে।

ভবনের ৫০০৪ নাম্বার রুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির চেয়ারম্যান ড. শাকের আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ইভিনিং এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর ড. মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন সহকারি অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি বেনজীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতিকে স্মরণ করে বক্তব্য প্রদান করেন। ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ দিক নির্দেশনা দেন আমন্ত্রিত শিক্ষকবৃন্দ। ড. আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, "এক সময় নীল দলে মিটিং করার লোক পাওয়া যেতো না। ছাত্রলীগে মিছিলের ছেলে পাওয়া যেতো না। এখন অনেকেই সুবিধাভোগের আশায় আওয়ামীলীগ ও আওয়ামী সমর্থিত সংগঠনে ঢুকে পড়ছে। এদের উদ্দেশ্য যারা সত্যিকার আদর্শের চর্চা করে তাদের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেয়া। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।"

ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্রলীগের সভাপতি মোঃ বোরহানউদ্দিন ও সাধারণ সম্পাদক সোলায়মান ইসলাম মুন্না তাদের নিজ নিজ বক্তব্যে বলেন, পাশের বন্ধুদের দিকে খেয়াল রাখবে। কেউ যেনো জঙ্গিবাদের দিকে ঝুঁকে না পড়ে, মৌলবাদের দিকে ঝুঁকে না পড়ে। তোমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পাঠ করবে অন্যদেরও পড়তে উৎসাহিত করবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট ছাত্রলীগের সভাপতি এম খোরশেদ আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ সাইফ।

 

এমএসএল