শিবির প্রশ্নে প্রয়োজনে আইন হাতে তুলে নিতে হবে: ছাত্রলীগ সভাপতি


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-09 21:45:37 BdST | Updated: 2024-05-13 15:09:09 BdST

শিবির প্রশ্নে নেতাকর্মীদের প্রয়োজনে আইন হাতে তুলে নিতে বলেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।

মঙ্গলবার (০৮ আগস্ট) রাজধানীর সরকারি কবি নজরুল কলেজে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে শাখা ছাত্রলীগ।

সোহাগ বলেন, ‘যেখানেই ছাত্রশিবির পাওয়া যাবে সেখানেই ধোলাই দেওয়া হবে। শিবিরের প্রশ্নে প্রয়োজনে আইন হাতে তুলে নিতে হবে।’

তিনি বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগ পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যেমন আইন হাতে তুলে নিয়েছিল, শিবিরের প্রশ্নে তাই করতে হবে।’

এসময় ছাত্রশিবিরকে মোকাবেলায় সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি।

শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসফিকা বেগম, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, সহ-সভাপতি রাকিবুল ইসলাম সোহেল প্রমুখ।

জেএস/ ০৯ আগস্ট ২০১৭