অসহায় আ.লীগ নেত্রীর পাশে ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত


ঢাবি টাইমস | Published: 2020-03-02 16:39:40 BdST | Updated: 2024-04-28 18:50:32 BdST

বিএনপি জামায়াত শাসনামলে পুলিশি নির্যাতনের শিকার আওয়ামী লীগ নেত্রী আয়েশার চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস।

রোববার নারায়গঞ্জের চাষারা থেকে আয়শাকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডা. মুজিবুর রহমানের তত্ত্বাবধানে ভর্তি করেন সনজিত চন্দ্র দাস।

সনজিত বলেন, ‘জাতির জনকের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের একজন ক্ষুদ্র নেতা হিসেবে আমাদের দায় রয়েছে। সে দায় থেকেই আমি আয়েশার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি৷ আমাদের সামান্য সহায়তায় যদি উনার মতো আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ মানুষ সুস্থ হয়ে উঠেন তাহলে আমাদের আনন্দের অন্ত থাকবে না।’

সনজিত জানিয়েছেন, আয়শাকে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সিটিস্ক্যান ও আরও কিছি পরীক্ষা করা হয়েছে।

জানা গেছে, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পুলিশের হিংস্রতার শিকার হয়ে রাজপথে লাঞ্ছিত হয়েছিলেন এই আয়শা, যে ঘটনা গোটা বাংলাদেশকে তখন আলোড়িত করেছিল।

আয়েশা বেগমের জন্মস্থান কুমিল্লার দাউদকান্দিতে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের চানবাড়ি মসজিদ গল্লি এলাকায় বাস করেন। তিনি কিডনি জনিত সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। চিকিৎসা করানোর মতো সক্ষমতা তার পরিবারের নেই।