মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত


DU correspondent | Published: 2020-03-06 15:47:08 BdST | Updated: 2024-04-29 00:48:40 BdST

বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ ছাত্র সংগঠন।১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ সংগঠন টি প্রতিষ্ঠার পর থেকে এদেশের মুক্তিকামী জনগনের মুক্তির জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।পাশাপাশি বিভিন্ন সময়ে সামাজিক, সাংস্কৃতিক,খেলাধূলা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক আনুষ্ঠানের আয়োজন করেছে এ সংগঠনটি। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে এ সংগঠনটি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত " মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের"আয়োজন করে। এত অংশগ্রহণ করে ৫৮ টি দল গত ১৭ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল -২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তুজা।এতে অংশগ্রহণ করে কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃত্ববৃন্দ। ১৭ ফেব্রুয়ারি শুরু হওয়া খেলা যা শেষ গতরাতে ফাইনাল খেলার মধ্যদিয়ে।। বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন আল-নাহিয়ান খান জয় ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। উক্ত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজিত মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচে দূর্জয় টিমকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিম গেরিলা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।।এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন হল সংসদের নেতারা