কোন সংগঠন থেকেই সাহায্য করা হয়নি: শাকিলের বড় ভাই


Dhaka | Published: 2020-09-24 19:29:12 BdST | Updated: 2024-05-13 02:38:55 BdST

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি (ভিপি) শরিফুল ইসলাম শাকিল মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছাত্রলীগ সাংগঠনিক ভাবে তাকে সহায়তা করার জন্য কোন ধরনের উদ্যোগ নেয়নি। কেউ কেউ ব্যক্তিগতভাবে তাকে সহযোগিতা করেছেন। তা-ও একেবারেই অপ্রতুল।

শাকিলের বড় ভাই আরিফুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেখানে আর শাকিলকে রাখতে পারিনি। বাধ্য হয়েই ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কেউ ইচ্ছাকৃতভাবে এভাবে তো আর নিয়ে আসে না। এসময় আমাদেরকে কোনো সংগঠনের পক্ষ থেকেও সাহায্য করা হয়নি। আমার ভাইকে হারিয়েছি। এর যন্ত্রণা আমি বুঝি।’

সাহায্য না পাওয়ার কারণ হিসেবে অনেকে বলছেন, শাকিল ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন মনোনীত ছিলেন। আর শোভন বর্তমানে ছাত্রলীগের দায়িত্বে নেই। ছাত্রলীগে ভাই কেন্দ্রিক রাজনীতি সবচেয়ে বেশি। যে ভাইয়ের রাজনীতি করা হয় বা যার অনুসারী সে যদি ভাল অবস্থানে না থাকে তাহলে কর্মীরাও ভাল থাকে না। আর শাকিবের কপালে সেটি ঘটেছে।

এদিকে ছাত্রলীগের কর্মীরা বলছেন, ছাত্রলীগ থেকে এই ভাই কেন্দ্রিক রাজনীতি দূর করতে হবে। গ্রুপিংয়ে রাজনীতির দূর করতে হবে। ছাত্রলীগ নেতাদের নানান সংকটে সহায়তার জন্য ফান্ড গঠন করতে হবে।