ফেনীতে ধর্ষণের বিরুদ্ধে লংমার্চে হামলার প্রতিবাদ


Dhaka | Published: 2020-10-18 04:08:37 BdST | Updated: 2024-05-13 16:08:28 BdST

ফেনীতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে লংমার্চে হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর সংস্কারপন্থী নেতারা।

সংস্কারপন্থীদের আহ্বায়ক এপিএম সোহেল ও সদস্য সচিব ইসমাইল সম্রাট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে , একের পর এক ধর্ষণের ঘটনায় সারাদেশ যেখানে উদ্বিগ্ন সেখানে 'ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ' নামক ব্যানারে ঢাকা হতে নোয়াখালী অভিমুখে লংমার্চটি আজ ফেনীতে সমাবেশ করলে সমাবেশে হামলা করে সন্ত্রাসীরা। এতে অনেকেই গুরুতর আহত হয়৷ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই রকম ন্যাক্কারজনক হামলা স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জাজনক৷ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে৷