চলতি শিক্ষাবর্ষের উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি ঢাবি ছাত্রলীগের


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2020-10-21 20:58:37 BdST | Updated: 2024-05-13 02:53:01 BdST

চলতি শিক্ষাবর্ষের উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ। এ দাবিসহ আরও দুইটি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আজ বুধবার স্মারকলিপি প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

স্মারকলিপিতে আরো দুইটি  দাবি জানানো হয়েছে। তা হলো: উন্নয়ন ফি গ্রহণ সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন এবং নীতিমালা প্রণয়নের পূর্ব পর্যন্ত সকল ধরনের উন্নয়ন ফি ৫০ শতাংশ কমিয়ে আনা।

ঢাবি ছাত্রলীগের এই স্মারকলিপিতে বলা হয়েছে, "চলতি বছর ১৭ই মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যতিক্রম নয়। দীর্ঘ ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আর্থিক, চিকিৎসাজনিত ও অনলাইন ক্লাস সংক্রান্ত সমস্যায় দিনাতিপাত করছে। বিদ্যমান বাস্তবতা ও শিক্ষার্থীদের চলমান সংকটের আলোকে চলতি শিক্ষাবর্ষে উন্নয়ন ফি গ্রহণ শিক্ষার্থী স্বার্থের পরিপন্থী। এ বছরই উন্নয়ন ফি গ্রহণ কোনভাবেই যৌক্তিক নয়।