ফের টালমাটাল নুর-রাশেদদের ছাত্র অধিকার পরিষদ


Dhaka | Published: 2020-11-07 21:58:55 BdST | Updated: 2024-04-28 23:29:09 BdST

এবার ডাকসুর সাবেক ভিপি নুরের সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোল্লা রহমাতুল্লাহ। এছাড়াও মহানগরের কমিটি নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠায় মহানগরের দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান।

শনিবার ছাত্র অধিকার পরিষদ এর ভারপ্রাপ্ত আহ্বায়ক বরাবর করা এ আবেদনপত্রে তিনি সংগঠনের আদর্শ ও নীতি বহির্ভূতভাবে সংগঠন পরিপন্থী কাজে যুক্ত ব্যক্তিদের পদায়নসহ নানা অভিযোগ এনে পদত্যাগের কথা জানান ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোল্লা রহমাতুল্লাহ।

এ বিষয়ে রাশেদ খান বলেন, কে পদত্যাগ করলো তাতে আমাদের কিছু যায় আসে না। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কমিটি বিলুপ্তি ঘোষণা করেছি। এর পিছে অন্য কোনো কারণ নেই।

তবে এ বিষয়ে রহমাতুল্লাহ বলেন, আমাদের কমিটির ৪৪ জনের মধ্যে ৩৫ জন পদত্যাগ করতে চেয়েছি। আমাদের দাবিগুলোর মধ্যে একটি ছিল কমিটি বিলুপ্ত করা। তারা তা মেনে নিয়েছে।

এর আগে, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে একই সংগঠনের ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

গত ১৫ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন। আগের ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামেই তারা নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।