১৬-৩০ মার্চ পর্যন্ত শাহবাগে থাকবে ছাত্রলীগের সাংস্কৃতিক মঞ্চ


ঢাকা | Published: 2021-03-15 21:25:51 BdST | Updated: 2024-04-29 05:47:30 BdST

আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে শাহবাগে ছাত্রলীগের নেতৃত্বে মঞ্চ বানানো হবে। সেখানে প্রতিদিন বিভিন্ন ইস্যুতে আলোচনা ও দেশের গান পরিবেশন করা হবে বলে জানা গেছে ছাত্রলীগের বিভিন্ন সূত্রের মাধ্যমে।

১৬ই মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত ছাত্রলীগের এ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে সরাসরি ছাত্রলীগের ব্যানারে নয় এ কর্মসূচি পালিত হবে মাতৃভূমি সাংস্কৃতিক সংসদ এর ব্যানারে।

১১মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনার সাথে দেখা করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তাদেরকে তখন প্রধানমন্ত্রী ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন লেখক ভট্টাচার্য।

সেদিন সভা শেষে লেখক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, "মার্চ মাসের কর্মসূচি বাস্তবায়নে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন নেত্রী"।

এদিকে আগামী ২৬শে মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ৫ টি দেশের সরকার প্রধান।

সংবাদটি হালনাগাদ করা হয়েছে