সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2021-03-18 21:57:16 BdST | Updated: 2024-04-29 08:46:23 BdST

সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সমাবেশ হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, সুনামগঞ্জের হামলা নিয়ে যারা নিন্দা জানায়নি, প্রতিবাদ জানায়নি আমি তাদের জন্ম নিয়েও সন্দেহ করি। শাল্লায় হামলার প্রতিটি বিষয়ের তথ্য আমার কাছে রয়েছে। সেখানে একশটি বাড়িতে হামলা হয়েছে। আমি সুনামগঞ্জের প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ধিক্কার জানাই । প্রশাসনকে জানানোর পরেও তারা কেন নিরাপত্তা ব্যবস্থা নেয় নি? তবে কি ভাববো, সুনামগঞ্জের প্রশাসন ও আওয়ামীলীগেও সাম্প্রদায়িক লোক ঢুকে গিয়েছে, তারা কেন প্রতিবাদ জানায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বাম বন্ধুদেরকে বলব আপনারা ভাড়ায় খাটা বন্ধ করুন। নিজেদের ঐতিহ্যবাহী রাজনীতির ধারায় ফিরে আসেন। সুনামগঞ্জের যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই সংখ্যালঘু। বাংলাদেশে কোন সংখ্যালঘু নাই, সবাই মিলেমিশে আছি।

সুনামগঞ্জে হামলায় মামুনুল হকের সাম্প্রদায়িক উস্কানিকে দায়ী করেছেন সমাবেশে বক্তব্য দেওয়া ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। তারা বলেন, মামুনুল হক গঙদের উস্কানিতে এই হামলা হয়েছে। তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং হামলাকারীদের শাস্তির আওতায় আনতে।

বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সহ-সভাপতি সোহান খান বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে মানুষের ওপর হামলার কথা নাই । মামুনুল হক গঙ্গরা ধর্মান্ধ নয় তারা যদি ধর্মান্ধ হতেন তাহলে অন্ধভাবে ধর্ম মানতেন। ইসলাম ধর্মে যেহেতু হামলার কথা নাই তারা হামলা করতেন না। আমি বলব তারা ধর্মবিরোধী। তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন বলেন, হুজুরদের আয়ের উৎস কোথায়? আপনারা খোঁজ নিন। তারা মানুষদের ধর্মীয় ভীতিকে পণ্য বানিয়ে নিজেরা বিলাসবহুল জীবনযাপন করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন স্তরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।