পটিয়ায় ছাত্রলীগ নেতা নাজমুলকে অসত্য অভিযোগে অব্যাহতি


Dhaka | Published: 2022-02-18 23:08:03 BdST | Updated: 2024-05-07 22:33:54 BdST

পটিয়ায় ছাত্রলীগ নেতা নাজমুলকে ধর্ষণের মিথ্যা অভিযোগে অব্যাহতি,মামলার অভিযোগে ভিন্ন কথা

চট্টগ্রামের পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের ছিদ্দিকীকে দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সম্পুর্ণ পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও রাজপথে প্রতিবাদ জানিয়েছেন।

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের ছিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে গত ৩১ জানুয়ারি ৩২৩,৫০৬ (২) ধারায়একটি মামলা দায়ের করেছেন এক নারী।

সে অভিযোগে নাজমুলের বিরুদ্ধে ওই নারীকে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়। সেখানে ধর্ষনের কোন অভিযোগ কিংবা ধারা উল্লেখ নেই।

কিন্তু ওই নারীকে ধর্ষন করা হয়েছে মর্মে অভিযোগের অজুহাতে গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দল থেকে অব্যাহতি দেয়া হয় নাজমুলকে।

এঘটনাকে মিথ্যা অভিযোগ ও পরিকল্পিত ষড়যন্ত্র দাবি করে পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসানুল্লাহ চৌধুরী,পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইমরান উদ্দিন বশির,পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল দাশ বাবু, পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জানে আলম, আনিসুল ইসলাম সৌমিকসহ একাধিক নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

অব্যাহতির বিষয়ে ছাত্রলীগ নেতা নাজমুল সাকের ছিদ্দিকীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনের পর সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছি। যার কারনে বিভিন্ন ইউনিয়নে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার প্রক্রিয়াও নেয়া হয়েছে। এর মধ্যে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যার ফলে বিভিন্নভাবে আমাকে হেনস্তা করতে অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানে ধর্ষনের কোন অভিযোগ উল্লেখ নেই। কিন্তু জেলা কমিটি আমার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ কোথায় পেয়েছে তা আমার বোধগম্য নয়।আমাকে কোন নোটিশ না দিয়ে, সত্য মিথ্যা যাচাইয়ের তদন্ত না করে, অভিযোগ প্রমাণিত হওয়া ছাড়াই আমাকে মিথ্যা অভিযোগে অসাংগঠনিক সিদ্ধান্তে অব্যাহতি দেয়া হয়েছে।