শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন ভাঙাতে অনুরোধ করেন আন্দোলনকারীরা। এর জবাবে অনশনকারীরা এক ঘণ্টা সময় চেয়েছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গোল চত্বরে শপথ বাক্য পাঠ করে আন্দোলনকারীরা একসঙ্গে অনশন স্থলে জড়ো হন। আন্দোলনকারীরা তাদের অনশন ভাঙতে অনুরোধ করেন।
জবাবে অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, ‘যে দাবি নিয়ে অনশন শুরু করেছি, সে দাবি মেনে না নেওয়া পর্যন্ত খাবার গ্রহণ করবো না। আমার খাবারের প্রতি কোনো আগ্রহ নেই। আমার ভাগের খাবার উপাচার্যকে খেতে দিন।’
পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা অনুরোধ করলে অনশনকারী শিক্ষার্থীরা এক ঘণ্টা সময় চেয়ে নেন।