শাবিতে দুই মাসের মধ্যে বড় পরিবর্তন আসবে: ভিসি


SUST Correspondent | Published: 2022-06-15 02:50:46 BdST | Updated: 2024-05-05 21:52:57 BdST

দুই মাসের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একটি বড় ধরনের পরিবর্তন আসবে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার এক্সটেনশন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

শাবিপ্রবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আগামী মাসেই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার কাজ শুরু করবো যাতে এটি একটি চমৎকার ক্যাফেটেরিয়ায় পরিণত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একটি বড় ধরনের পরিবর্তন হবে।

অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়কে রোল মডেল হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে চারটা উন্নত মানের খাবারের জায়গা তৈরি করার কাজ শুরু করেছি। শিক্ষার্থীদের খাবারের জায়গার আর কোনো সমস্যা থাকবে না।

তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের, গৌরবের ও গর্বের বিশ্ববিদ্যালয়। সবসময় এর উন্নয়নে কাজ করে যাবো।

সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক আমেনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।