বন্যায় শাবিপ্রবির টং দোকানগুলোর বেহাল দশা


SUST Correspondent | Published: 2022-06-22 06:54:48 BdST | Updated: 2024-10-14 05:07:46 BdST

কয়েকদিন আগে বন্যার পানিতে প্লাবিত হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। তবে এখন পানি কমার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্যাম্পাসের অন্যরকম এক চিত্র। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা। ছোট ছোট গাছের ডালপালা, পলিথিনসহ বিভিন্ন আবর্জনায় ছেয়ে আছে ক্যাম্পাসের রাস্তাগুলোও। সেইসঙ্গে ক্যাম্পাসের টং দোকানগুলোরও বেহাল দশা চোখের সামনে ভেসে ওঠে।

মঙ্গলবার (২১ জুন) সকালে সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বি বিল্ডিংয়ের সামনে অবস্থিত চাষাভূষার টংয়ের বেহাল দশা। বন্যার পানি উলটপালট করে দিয়েছে টংয়ের চারপাশ। বসার বেঞ্চগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। টংয়ের নিচের মাটি সরে গিয়ে অনেক জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া টংয়ের ওপরের চালের অবস্থাও জীর্ণশীর্ণ। ভারী বৃষ্টির ফলে চালের একদিক নেতিয়ে পড়েছে। টংয়ে ব্যবহৃত বাঁশগুলোও অনেকটা নষ্ট হয়ে গেছে।

এছাড়া একই চিত্র দেখা গেছে ক্যাম্পাসের অন্য টং দোকানগুলোরও। নতুন করে সংস্কার করা ছাড়া দোকানগুলো চালু করা সম্ভব নয় বলে জানাচ্ছেন টং মালিকরা।

এ বিষয়ে চাষাভূষার টংয়ের মালিক মো. আলামিন বলেন, প্রায় ৭/৮ দিন ধরে টং বন্ধ থাকায় অনেক সমস্যায় পড়েছি। আমি টংয়ের ওপরই নির্ভরশীল। টং থেকে প্রাপ্ত আয় দিয়ে পরিবার চালাই। টং বন্ধ থাকায় পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি।

 

টংয়ের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, টংয়ের বর্তমান অবস্থা খুবই খারাপ। এটা সংস্কার না করে আবার ব্যবসা শুরু করতে পারবো না। কীভাবে সংস্কারের টাকা জোগাড় করবো তা ভেবে কূল পাচ্ছি না।