শাবি শিক্ষার্থীকে মারধর, ভাঙচুরের পর বন্ধ করা হলো রেস্তোরাঁ


SUST Correspondent | Published: 2022-11-03 08:11:30 BdST | Updated: 2024-04-27 01:23:13 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে সবুজ বাংলা রেস্তোরাঁয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। অভিযোগ উঠেছে রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় এক ওয়েটার তাকে মারধর করে।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা রেস্তোরাঁটিতে ভাঙচুর চালিয়ে তা বন্ধ করে দেয়। প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সহকারী প্রক্টর মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তাছাড়া পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে এসেছে। রেস্তোরাঁর মালিকপক্ষ, ম্যানেজার ও মারধরকারী হোটেলবয়সহ আমরা প্রক্টর অফিসে বসবো।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, আপাতত রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে। মালিকপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।