শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিকটস্থ সবুজ বাংলা রেস্তোরাঁয় খেতে গিয়ে ওয়েটারের মারধরের শিকার হয়েছেন শৈশব আহমেদ নামে এক শিক্ষার্থী। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য রেস্তোরাঁর ছয়জন কর্মচারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল হুদা খান বলেন, ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। এছাড়া রেস্তোরাঁটি তালাবদ্ধ করে রাখা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল সাংবাদিকদের জানান, আমরা তাৎক্ষণিকভাবে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করি। পরে মালিকপক্ষকে নিয়ে বসি। আলোচনায় রেস্তোরাঁর মালিককে শৃঙ্খলা মেনে চালাতে পারলে চালানোর কথা বলি। আর না হয় বন্ধের কথা জানিয়েছি। এর আগেও এ রেস্টুরেন্ট নিয়ে একাধিক অভিযোগ রয়েছে।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শৈশব আহমেদ নামের বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীকে মারধর করেন বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ সবুজ বাংলা রেস্তোরাঁর এক কর্মচারী। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেস্তোরাঁর সামনে জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং রেস্তোরাঁ বন্ধের পাশাপাশি অভিযুক্তের শাস্তির দাবি জানান।