সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনার হারকে বিজয়োল্লাসে পরিণত করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রিবি) আর্জেন্টিনা বিরোধীরা।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কাতারের লুসাইল স্টেডিয়ামে ২-১ গোলে পরাজিত হয় দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। এ হারকে আনন্দ হিসেবে উপভোগ করেছেন আর্জেন্টিনা বিরোধীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের টিভি রুমে ও কেন্দ্রীয় অডিটোরিয়ামে বড় পর্দায় খেলা দেখেন শিক্ষার্থীরা। খেলার প্রথমার্ধে মেসির দেওয়া এক গোলে আশার আলো দেখেন আর্জেন্টিনা সমর্থকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে অল্প সময়ের ব্যবধানে ২ গোল দিয়ে এগিয়ে যায় সৌদি আরব। সৌদি আরবে জোড়া গোলে ট্রলের খোরাক জন্মে আর্জেন্টিনা বিরোধীদের। ফলে হলজুুড়ে শুরু হয় হই-হুল্লোড়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক সৈকত বলেন, সৌদি আরবের মতো দুর্বল দলের সঙ্গে আর্জেন্টিনা হেরে গেলো। এতে অনেক খুশি লাগছে। তারা নাকি আবার বিশ্বকাপের স্বপ্ন দেখে!
আরেক শিক্ষার্থী ও জার্মানি সমর্থক ফয়সাল আহমেদ বলেন, আর্জেন্টিনার সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের এত লাফালাফির অবসান ঘটলো। এত লাফালাফি না করে তাদের আর্জেন্টিনা ছেড়ে জার্মানি সমর্থন করা দরকার।