শাবি শিক্ষক সমিতির নেতৃত্বে কবির ও মাহবুবুল


SUST Correspondent | Published: 2023-01-20 04:34:43 BdST | Updated: 2024-12-14 02:27:05 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

বুধবার (১৮ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার।

 

নির্বাচনে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, কোষাধ্যক্ষ হিসেবে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল এবং যুগ্ম সম্পাদক হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া ছয়টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, এফইটি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো. ওমর ফারুক, আইআইসিটির সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. ফরহাদ রাব্বি এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাজাহান মিয়া।

উল্লেখ্য, বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এবারের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৪ জন শিক্ষক।