শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ ৭ ফেব্রুয়ারি


SUST Correspondent | Published: 2023-01-28 19:29:00 BdST | Updated: 2024-12-10 04:56:56 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে নবীন শিক্ষার্থী বরণ করে নেওয়া হবে আগামী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম।

তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনের নবীন শিক্ষার্থীদর বরণ করে নেওয়া হবে। এতে ভর্তি কার্যক্রমের মাধ্যমে ফাঁকা আসনগুলো পূরণ করা হবে।

নবীনবরণের আগে ভর্তি কার্যক্রম শেষ করা হবে।