শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ৭ ফেব্রুয়ারি


SUST Correspondent | Published: 2023-01-31 05:39:08 BdST | Updated: 2024-12-09 01:28:44 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরই মধ্যে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে এখনো আসন ফাঁকা থাকায় নবীনবরণের আগে ২ ফেব্রুয়ারি বা ৩ ফেব্রুয়ারি আবারও শিক্ষার্থীদের সিরিয়াল অনুযায়ী ভর্তির জন্য ডাকা হবে।