আমেরিকান সেন্টারের অধীনস্থ এডুকেশন ইউএসএ ও আর্চার কে ব্লাড সেন্টার লাইব্রেরীর সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার ইউএস অ্যাম্বাসি ঢাকার ফেসবুক পাতায় এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, এডুকেশন ইউএসএ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটি সংস্থা। এ সংস্থাটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করে থাকে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশীপ এবং ভর্তি সংক্রান্ত সকল ধরনের তথ্য দিয়ে সহায়তা করে থাকে।
বাংলাদেশসহ বিশ্বের ১৭৮টি দেশে সংস্থাটির ৪২৫টি কেন্দ্র রয়েছে।