খারকিভে হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত


Desk report | Published: 2022-03-02 06:09:35 BdST | Updated: 2024-04-26 16:01:04 BdST

ইউক্রেনে বোমা হামলায় আজ মঙ্গলবার এক ভারতীয় ছাত্র নিহত হয়েছেন। এ তথ্য জানিয়ে ইউক্রেনে আটকে পড়া ১২ হাজার ভারতীয় নাগরিককে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে মস্কো ও কিয়েভকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে বলেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে মঙ্গলবার সকালে খারকিভে গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খারকিভে বোমার আঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার দুই রাষ্ট্রদূতকে মঙ্গলবার বিকেলে ডেকে পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। ভারতীয় ছাত্রদের ইউক্রেন থেকে যাতে দ্রুত বের করে আনা যায়, সে বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপীয় দেশটিতে আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভ রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

মঙ্গলবার আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্র ফ্রিডম স্কয়ারে এ হামলা হয়। সেখানকার সরকারি কার্যালয়গুলো এ হামলার লক্ষ্যবস্তু ছিল বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার আক্রমণের আগে ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক ছিল। কর্মকর্তাদের মতে, এর মধ্যে প্রায় আট হাজার ইউক্রেন ছাড়তে পেরেছেন। ভারতে পৌঁছেছেন ১ হাজার ৪০০ জন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, কিছু ভারতীয় ছাত্রকে প্রতিবেশী দেশে পারাপারে বাধা দেওয়া হচ্ছে। সীমান্তরক্ষীরা তাঁদের পাস দিতে অস্বীকার করে অর্থ দাবি করছেন বলে জানা গেছে।