৬০তম জন্মদিনে ৬০ হাজার কোটি দানের ঘোষণা গৌতম আদানির


Desk report | Published: 2022-06-28 02:37:07 BdST | Updated: 2024-03-19 12:33:33 BdST

৬০তম জন্মদিনে ৬০ হাজার কোটি রুপি (৭.৭ বিলিয়ন ডলার) দানের ঘোষণা দিলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তার পরিবার। গত ২৪ জুন, শুক্রবার ছিলো এশিয়ার সবচেয়ে ধনী এই ব্যক্তির জন্মদিন।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের মতে, আদানির মোট সম্পদের পরিমাণ ৯২.৭ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ ২৫ হাজার কোটি রুপি)। অর্থাৎ মোট সম্পদের প্রায় ৮ শতাংশ দান করছেন তিনি।

বহুজাতিক প্রতিষ্ঠান আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। 'ন্যায়সঙ্গত, ভবিষ্যৎ উপযোগী ভারত' নির্মাণে সহযোগী হতে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে তার দান করা এই বিশাল অর্থ খরচ করা হবে বলে বৃহস্পতিবার টুইটারে জানিয়েছেন তিনি। তার সভাপতিত্বে আদানি ফাউন্ডেশনে যাবে এই তহবিল।


১৯৯৬ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা আদানি ফাউন্ডেশন ভারতের সামাজিক উন্নয়নে কাজ করে। ব্যবসায়িক বিবৃতি অনুযায়ী, সংস্থাটি এ পর্যন্ত ভারতের ২ হাজার ৪১০টি গ্রামের ৩৭ লাখেরও বেশি মানুষকে সাহায্য করেছে।

এ বছর ব্লুমবার্গের বিলিয়নিয়ার র‍্যাঙ্কিং-এ সবচেয়ে বেশি এগিয়েছেন আদানি। আদানি গ্রিন এনার্জির মতো কোম্পানিগুলোর শেয়ারের দর বাড়ায় ১ হাজার ৬২০ কোটি ডলার পরিমাণ সম্পদ বেড়েছে তার।

এমন দাতব্য কাজে দানের মাধ্যমে ওয়ারেন বাফেট ও বিল গেটসের মতো বিলিয়নিয়ারদের তালিকায় যোগ হয়েছেন আদানি।

একজন স্ব-প্রতিষ্ঠিত বিলিয়নিয়ার গৌতম আদানি। ১৯৮০ সালে হীরা বাছাইকারী হিসেবে কাজ করার জন্য কলেজের পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি। ১৯৮৮ সালে শুরু করেন আমদানি-রপ্তানির ব্যবসা। এরপর ঋণ নিয়ে একে একে অন্যান্য খাতেও বাড়ান বাণিজ্য।

দুইবার দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন গৌতম আদানি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, ১৯৯৮ সালে আদানি ও শান্তিলাল প্যাটেল নামে তার এক সঙ্গীকে অপহরণ করেছিল একদল লোক। ১৫ কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছিলেন সে যাত্রায়। অভিযোগের ভিত্তিতে কিছু লোককে গ্রেপ্তারও করা হয়েছিল পরবর্তীতে। এনডিটিভি-র রিপোর্ট অনুযায়ী, ২০০৫ সালে প্রমাণের অভাবে অভিযুক্ত ছয় জনকে ছেড়ে দেওয়া হয়।

২০০৮ সালে মুম্বাইতে জঙ্গি হামলা থেকেও বেঁচে ফিরেছিলেন গৌতম আদানি। জঙ্গিরা যখন তাজ হোটেল আক্রমণ করেন তখন সেখানেই ছিলেন তিনি। পরদিন উদ্ধারবাহিনী পৌঁছানোর আগ পর্যন্ত হোটেলের বেজমেন্টে লুকিয়ে ছিলেন তিনি। সেই হামলায় মুম্বাইতে নিহত হয়েছিল ১৬৬ জন মানুষ।

//