ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল প্রকাশ রোববার


টাইমস প্রতিবেদক | Published: 2019-10-20 00:27:53 BdST | Updated: 2024-05-02 19:28:17 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিতে ‘ক’ ও ‘চ’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ হবে রোববার (২০ অক্টোবর)।

শনিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল রোববার দুপুর ১টায় প্রকাশ হবে। উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভর্তি অফিসে এই ফল প্রকাশ করবেন।

চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে স্নাতক (বিএফএ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। চারুকলা অনুষদসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২০ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর চারুকলা অনুষদের অধীনে 'চ' ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনকারী ১৬ হাজার ১ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন। আর ‘ক’ ইউনিটে এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ৮৮ হাজার ৯৫৫ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন।

এমএল/ ১৯ অক্টোবর ২০১৯