উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়াবে রাশিয়া


Desk report | Published: 2024-05-02 18:00:05 BdST | Updated: 2024-05-17 08:52:43 BdST

উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে আগ্রহী রাশিয়া।

বৃহস্পতিবার (০২ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজ্যান্ডার ম্যানটিসকি (Mr. Alexander Mantyskiy) এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহের কথা জানান।

এই সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ান ফেডারেশনের থার্ড সেক্রেটারি অলেগ কজিন (Mr. Oleg Kozin)।

বৈঠকে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রীর সমতা বিধানের জটিলতা নিরসন করা এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা ও মেডিক্যাল সাইন্সের ডিগ্রীর ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।