ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ফল প্রকাশ


ঢাবি টাইমস | Published: 2017-09-19 03:13:15 BdST | Updated: 2024-05-12 20:11:43 BdST

২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

'চ' ইউনিটের লিখিত পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ১৩ হাজার ৪৭৮ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৭৪ জন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৫৫২ জন ড্রয়িং পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ‘গ’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ।

 

এমএসএল