ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি: বিষয় নির্বাচনে লক্ষণীয়


ঢাবি টাইমস | Published: 2017-09-19 04:54:14 BdST | Updated: 2024-05-12 19:58:21 BdST

মুহাম্মাদ সাইমুম হোসেন: আজ প্রকাশিত হলো FBS, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ তম ব্যাচের অ্যাডমিশন টেস্টের ফলাফল। তো যারা সুযোগ পেলেন, তাদেরকে মাথায় নিয়েই লিখতে বসা । এক দশক ধরে দেখে আসা ভুলের মাত্রা কমানো যায় কিনা সেই উদ্দেশ্যে। FBS এ এসে তো গেলেন কিন্তু তারপর? মেজর কী নেবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পালা এবার। এবং একটি বিশাল অংশের ছেলেমেয়েরা এখানে অসম্ভব একটা ভুল করে বসবে শুধুমাত্র শোনা কথায় কান দেবার কারণে। বিষয় নির্বাচনের আগে কিছু কথা জেনে রাখা খুবই জরুরীঃ

আপনার স্বাভাবিকভাবে ভালো লাগে কী করতে? নাম্বার নিয়ে, এনালাইসিস নিয়ে যদি আকর্ষণ থাকে তাহলেই শুধুমাত্র ফিন্যান্সের বা অ্যাকাউন্টিং এর কথা চিন্তা করা যেতে পারে। কিন্তু যদি ক্রিয়েটিভিটির দিকে ঝোঁক থাকে, বিজ্ঞাপন নিয়ে ভাবতে ভালো লাগে বা ব্র্যান্ড নিয়ে কাজ করার আগ্রহ থাকে তাহলেই কেবল মার্কেটিং।
মানুষের সাথে মিশতে ভালো লাগে বা মানুষ নিয়ে কাজ করতে ভালো লাগলে ম্যানেজমেন্ট নিয়ে দেখা যেতে পারে। কিন্তু মনে রাখা দরকার ম্যানেজমেন্টের একাডেমিক পড়ালেখা বেশ ডেসক্রিপটিভ, ফিন্যান্স বা অ্যাকাউন্টিং এর তুলনায় এনালাইসিসের স্কোপ টা একটু কম।
বিযনেসে পড়েছি কিন্তু কোডিং বা ওভারঅল টেকনোলজি ফিল্ডে কাজ করতে ইন্টারেস্টেড? চোখ বন্ধ করে এম আই এস নেওয়া যায়। এটা আসলে বিযনেস আর টেকনোলজির মিলনমেলার জায়গা।
অনেকের ইচ্ছা বা প্যাশনই থাকে ব্যাংকে ক্যারিয়ার করার। তাদের জন্য ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স ডিপার্টমেন্ট উপযুক্ত। এখানেও এনালাইটিকাল পড়ালেখার ধাঁচ।
আর ইন্টারন্যাশনাল ট্রেডিং প্লাস বিযনেস এগুলি নিয়ে কাজ করতে চাইলে আইবি ডিপার্টমেন্ট পারফেক্ট।
তাছাড়াও আছে টিএইচএম যদি হসপিটালিটি বা ট্যুরিযম ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা থাকে।
আর লিডারশীপ আর ব্যবসায়িক কৌশলগত বিষয়ে ক্যারিয়ারের জন্য ওএসএল ডিপার্টমেন্ট।

মনে রাখা দরকার যে সব ডিপার্টমেন্টেই তত্ত্বীয় ডেস্ক্রিপ্টিভ আর এনালাইটিকাল ফ্রেমওয়ার্কের সমন্বয়েই পড়ানো হবে - মাত্রার জাস্ট একটু কমবেশি এই যা। কিন্তু সবচাইতে আগে নিজেকে বুঝতে হবে নিজে কী করতে ভালোবাসি। নিজের ব্যক্তিত্বের ধাঁচ টা কোন মেজরের সাথে যায়। বিষয় নির্বাচন করতে হবে সেটার ভিত্তিতে, অন্য কারোর কথার ভিত্তিতে নয়। আপনার মেরিট পযিশান ১০০-এর ভেতরে মানেই যে ফিন্যান্স নিতে হবে ব্যাপারটা একদমই সেরকম না। অনেক ভালো ভালো ছেলেমেয়েরা চার বছর ধরে হতাশায় ভোগে শুধুমাত্র বিষয় নির্বাচনের সিদ্ধান্তে ভুল করায়।
একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না।
তাই সময়মত সঠিক সিদ্ধান্ত রুখে দিতে পারে সারা জীবনের কান্নাকে।
পরিশেষে, এফবিএস ২৪ তম ব্যাচকে বাংলাদেশের অন্যতম সেরা বিযনেস স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ হতে সুস্বাগতম! 

লেখকঃ উদ্যোক্তা এবং শিক্ষক , ফাইন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 

লেখাটি তার ফেসবুক টাইমলাইন থেকে নেয়া

এমএসএল