তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ফের স্থগিত


টাইমস প্রতিবেদক | Published: 2021-07-28 01:23:37 BdST | Updated: 2024-03-19 10:15:14 BdST

দেশের তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে গুচ্ছভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হলো।

মঙ্গলবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ভর্তি কমিটি আগামী ১২ আগস্টের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে ভর্তি কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন তারিখ ঘোষণা করবে।’

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি গ্রহণের সিদ্ধান্ত নেয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

//