‘সেকেন্ড টাইম’ বহালের দাবিতে ইউজিসির সামনে মানববন্ধন মঙ্গলবার


Desk report | Published: 2022-03-27 19:51:07 BdST | Updated: 2024-05-03 16:28:41 BdST

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম বহালের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণরা। আগামী মঙ্গলবার (২৯ মার্চ) এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুচ্ছ আন্দোলনের অন্যতম সমন্বয়ক শহিদুল সুমন। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সামনে মানববন্ধন করা হবে।

সুমন বলেন, আগামী ৮ এপ্রিল উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যারয় পরিষদের একটি সভা রয়েছে। ওই সভায় ভর্তি পরীক্ষা নিয়ে সব বিশ্ববিদ্যালয় তাদের মতামত জানাবে। অথচ গুচ্ছ কমিটি আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের বিষয়ে এখনো স্পষ্ট করে ঘোষণা দেয়নি। এতে আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেকেন্ড টাইম দেয়ার পক্ষে। তবে তারা এখনো কোনো ঘোষণা দিচ্ছে না। বিষয়টি কোন দিকে যাচ্ছে সেটি বলা মুশকিল। সেজন্য আমরা মানববন্ধনের ডাক দিয়েছি। ইউজিসির সামনে মানববন্ধন থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব বলেও জানান তিনি।

এদিকে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ দেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব শিগগিরই বৈঠক করবে উপাচার্যরা। আগামী ৮ এপ্রিলের মধ্যে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আগামী ৮ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভা অনুষ্ঠিত হবে। এই সভার পূর্বেই বৈঠকে বসবে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত আমাদের সভা হবে। ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় পরিষদের সভা রয়েছে। এই সভার পূর্বেই আমরা বৈঠক করবো।