অন্য বিশ্ববিদ্যালয় থেকে ঢাবির পদার্থ বিজ্ঞানে এমএস করার সুযোগ


Dhaka University | Published: 2024-01-17 21:43:28 BdST | Updated: 2024-04-29 10:18:11 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ বিভাগের শিক্ষার্থীরা ভর্তি আবেদনের সুযোগ পাবেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য সকল পাবলিক অথবা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউসিসি) কর্তৃক অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে নিম্নলিখিত বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদি বি.এস. (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাস্টার্স প্রোগ্রামে শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষায় লিখিত ও মৌখিক অংশ থাকবে এবং মোট নম্বর হবে ১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের বি.এস. (সম্মান) শ্রেণির সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক স্নাতক-পূর্ব শ্রেণিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে এবং বি.এস. (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.২৫ থাকতে হবে। এছাড়াও বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অনুষদ কর্তৃক ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আগামী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিভাগীয় অফিসে যোগাযোগ করতে হবে। এরপর ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি তারিখের মধ্যে প্রবেশপত্র বিভাগীয় অফিস থেকে সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টায় পর্যন্ত অনুষ্ঠিত হবে।

যে ১৮ বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে
পদার্থবিজ্ঞান, জৈব চিকিৎসা প্রকৌশল, ফলিত পদার্থবিজ্ঞান, আবহাওয়াবিদ্যা, গণিত, রোবোটিক্স ও মেকাট্রনিক্স প্রকৌশল, ম্যাটেরিয়াল এন্ড ম্যাটালার্জিক্যাল প্রকৌশল, ফলিত গণিত, নিউক্লিয়ার প্রকৌশল, রসায়ন, ফলিত রসায়ন, যন্ত্র প্রকৌশল, কেমিকেল ইঞ্জিনিয়ারিং, পুরকৌশল প্রকৌশল, ম্যাটেরিয়ালস সায়েন্স, তথ্য প্রযুক্তি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)।