লালমনিরহাটের এসএসসি ব্যাচ ২০০০ -২০১৮ এর 'একবেলা আহার' কর্মসূচী


Dhaka | Published: 2020-06-08 21:20:27 BdST | Updated: 2024-05-03 21:17:30 BdST

বৈশ্বিক মহামারীর এ সময়ে লালমনিরহাট সদরের রেলওয়ে স্টেশনে গৃহহীন, ছিন্নমূল মানুষদের পাশে "একবেলা আহার"- কর্মসূচী নিয়ে পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট সদরের ২০০০-২০১৮ এর এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

গত ১২ দিন যাবৎ এই কর্মসূচী পালন করে আসছে ব্যাচ ভিত্তিক এ সংগঠনটি। প্রতিদিন প্রায় ২০০-২৫০ জন ছিন্নমূল মানুষের একবেলা আহারের নিশ্চয়তা দিয়ে চলেছে সংগঠনটি।

ব্যাচভিত্তিক এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাবার জন্য সিনিয়রদের নির্দেশনা মোতাবেক সকল ব্যাচের স্বেচ্ছাশ্রম ও সকলের মিলিত অর্থের সমন্বয়ে কাজ করে চলেছে যা লালমনিরহাট সদরের দুস্থ-ছিন্নমূল মানুষদের প্রতিরাতের খাদ্য নিশ্চয়তার এক ভরসার সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে।

সংগঠনটির স্বেচ্ছাসেবীরা জানান, আজ ১৩ তম দিনের কর্মসূচী পালিত হবে।

শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে জেলার মান্যগণ্য ব্যক্তিবর্গের কাছে।