বাংলাদেশি রায়হান কবিরকে গ্রেফতার করলো মালয়েশিয়া


Dhaka | Published: 2020-07-25 04:45:46 BdST | Updated: 2024-05-02 21:51:38 BdST

মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক নিপীড়ন নিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় সাক্ষাৎকার দেয়ায় বাংলাদেশি তরুণ রায়হান কবিরকে (২৫) আটক করেছে মালয়েশিয়া পুলিশ। তার পিতা মো.শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কুয়ালালামপুরের জালান পাহাং এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়হান কবিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। 

এর আগে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম মাই মেট্রো এবং গেমপাকের প্রতিবেদনে জানা যায়, রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। তার নিজ দেশে ফেরত যাওয়ার আগে তাকে আত্মসমর্পণ করতে হবে।

আলজাজিরায় সাক্ষাৎকারের পরেই বাংলাদেশি তরুণ রায়হানকে খুঁজতে গণবিজ্ঞপ্তি জারি করে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ধারা অনুযায়ী তদন্তের স্বার্থে তাকে খোঁজা হচ্ছিলো।