ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করতে আরো সময় লাগবে: দোরাইস্বামী


টাইমস ডেস্ক | Published: 2020-10-13 00:38:47 BdST | Updated: 2024-05-04 23:54:09 BdST

করোনাভাইরাসের প্রকোপের কারণে এখনই ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না, এটি চালু করতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছি। আমরা সবব ধরনের ভিসা চালুর চেষ্টা করছি। তবে এই মহামারির সময়ে ট্যুরিস্ট ভিসা চালু করতে আরো কিছু সময় লাগবে।

বিক্রম কুমার বলেন, এয়ার বাবল (বাণিজ্যিক ফ্লাইট) চালুর প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই চালু হবে।