প্রযুক্তিখাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে: পলক


টাইমস প্রতিবেদক | Published: 2017-10-07 01:59:40 BdST | Updated: 2024-05-05 04:59:01 BdST

২০২১ সালের মধ্যে তথ্য-প্রযুক্তিখাতে দেশের ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে যশোরের 'শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি' পার্কে আয়োজিত চাকরি মেলায় তিনি এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, 'যথাযথ পদক্ষেপ ও দূরদর্শিতার অভাবে তথ্যপ্রযুক্তি-খাতে বাংলাদেশ ২০ বছর পিছিয়ে দিয়েছিলো বিএনপি সরকার।'

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আরো বলেন, 'বিএনপি বুঝতে পারেন নি সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে কিভাবে অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড হতে পারে। অদূরদর্শীতার অভাবে আমরা সেদিন ২০ বছর পিছেয়ে গিয়েছিলাম। চারটা মূল ইস্তম্ভের ওপরে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো।'

এছাড়া ২৮ টি আইটি পার্কে সরকারি-বেসরকারিভাবে ২০২১ সালের মধ্যে বিশ লােখ তরুন-তরুণীর কর্মসংস্থানের সুযোগ হবে।

টিআই/ ০৬ অক্টোবর ২০১৭