৪২তম বিসিএসের ফল প্রকাশ, পাস ৬০২২


ঢাকা | Published: 2021-03-30 00:54:57 BdST | Updated: 2024-09-09 04:09:40 BdST

৪২তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (২৯ মার্চ) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভায় ফলাফল অনুমোদন করা হয়।

এতে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ২২ জন। ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফল পাওয়া যাচ্ছে। এছাড়াও টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করে উত্তীর্ণদের ফল পাঠানো হচ্ছে।

গত ২৬ ফেব্রুয়ারি বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার জন্য আবেদনকৃত প্রার্থীর সংখ্যা মোট ৩১০২৬ জন।

পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৬৫ জন। ৪২তম বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।