আজিজুল হক কলেজে আরও ১৯ বিষয়ে অনার্স কোর্স চালু হচ্ছে


টাইমস প্রতিবেদক | Published: 2018-09-10 16:08:15 BdST | Updated: 2024-05-16 05:23:02 BdST

উত্তরাঞ্চলের বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। এখানে ২৩টি বিষয়ে রয়েছে অনার্স কোর্স। এবার নতুন করে আরও ১৯টি বিষয়ে অনার্স কোর্স চালুর প্রস্তাব করা হয়েছে।

খোদ শিক্ষা মন্ত্রণালয়ই কলেজটিতে নতুন নতুন বিষয়ে অনার্স কোর্স চালু করতে চায়। এজন্য মন্ত্রণালয়ের কলেজ শাখা থেকে চলতি বছরের ১১ জুলাই অধ্যক্ষের কাছে নির্ধারিত ছকে তথ্য চাওয়া হলে কলেজ প্রশাসন ১৭ জুলাই নির্ধারিত ছকে তা পাঠিয়ে দিয়েছে।

কলেজের সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা, বর্তমানে যেসব বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে, আগামীতে কোন কোন বিষয় চালু করা প্রয়োজন তার বিবরণ এবং মোট শিক্ষকের সংখ্যাসহ ভৌত অবকাঠামোগত সুবিধার কথা উল্লেখ করে গত ১৭ জুলাই একটি প্রস্তাবনা ঢাকায় পাঠিয়েছে।

নতুন যে ১৯টি বিষয়ে অনার্স কোর্স চালুর প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো- কম্পিউটার বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ-রসায়ন, নৃ-বিজ্ঞান, লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান, বিএড, গার্হস্থ্য অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, আইন, ফিশারিজ, পপুলেশন সাইন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ফ্যাশন ডিজাইন, ব্যাংকিং ও বিমা, সঙ্গীত ও নাট্যকলা, গ্রাফিক্স ডিজাইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং প্রফেশনাল বিবিএ।

আরএম/ ১০ সেপ্টেম্বর ২০১৮