‘ভারমুক্ত’ অধ্যক্ষ পাচ্ছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ


টাইমস অনলাইনঃ | Published: 2019-01-07 12:03:46 BdST | Updated: 2024-05-16 04:09:07 BdST

দীর্ঘ ১০ বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলেছে রাজধানীর নামী প্রতিষ্ঠান ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। গত বছরের ডিসেম্বরে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবার পূর্ণকালীন অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি।

গত মাসে ভিকারুননিসার নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার পর আন্দোলনে নামে শিক্ষার্থী ও অভিভাবকরা। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আত্মহত্যার পেছনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি স্কুলে দ্রুত স্থায়ী অধ্যক্ষ নিয়োগের সুপারিশ দেয়। সেই সুপারিশের আলোকেই গভর্নিং বডি অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম শুরু করেছে বলে জানান সদস্যরা।

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আশরাফ তালুকদার দেশ রূপান্তরকে বলেন, ‘গত বছরের ৯ ডিসেম্বর বিভিন্ন দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ জানুয়ারি আবেদন কার্যক্রম শেষ হয়। নিয়োগপ্রত্যাশী ১৬ প্রার্থীর আবেদন জমা পড়েছে। তার মধ্যে এই প্রতিষ্ঠানে কর্মরত ছয়জন ও বাহির থেকে ১০ জন প্রার্থী আবেদন করেছেন।’ আগামী দুই মাসের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে বলেও জানান তিনি।

গত বছরের ২৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ আপাতত স্থগিত রাখা হলো। আর এই নির্দেশনাকে সামনে এনে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ রয়েছে। তবে প্রতিষ্ঠানের কল্যাণে সব বাধা উপেক্ষা করে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম বহাল রাখা হবে বলে জানিয়েছেন গভর্নিং বডির সভাপতি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘সরকার একদিকে নিয়োগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে, অন্যদিকে বন্ধ করে দেয়। কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার এখতিয়ার গভর্নিং বডির। সরকারের ওই নির্দেশনা কোনো আইন নয়। এ ছাড়া এ নিয়ম না মানলে কী হবে, তাও বলা নেই। প্রতিষ্ঠানের গভর্নিং বডির স্বাক্ষরেই সবকিছু হয়।’