নটরডেম কলেজে পরীক্ষা ছাড়াই দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ ঘোষণা


Dhaka | Published: 2020-07-03 23:49:21 BdST | Updated: 2024-05-16 03:35:51 BdST

বাংলাদেশের অন্যতম সেরা কলেজ নটরডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে । তাদেরকে দ্বাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নটরডেম কলেজ কর্তৃপক্ষ।

দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ফিসহ তিন মাসের বেতন পরিশোধের নোটিশ দিয়েছে নটরডেম কলেজ। গত ১৭ মার্চ থেকে সরকারি আদেশে দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ২ জুনাই এই নির্দেশ দেয়া হয়।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে কলেজের একাদশ শ্রেণি থেকে সবাইকে পরীক্ষা ছাড়া দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ফি ৯ হাজার ৪০০ টাকাসহ চলতি মাস ও আগামী আগস্ট এবং সেপ্টেম্বরের ৭ হাজার ৮০০ টাকা পরিশোধের জন্য নির্দেশ দেয়া হয়েছে।