ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের মূল হোতারা আটক হলো যেভাবে


ঢাবি টাইমস | Published: 2017-11-22 06:08:52 BdST | Updated: 2024-05-21 00:10:15 BdST

অবশেষে গ্রেপ্তার হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি চক্রের মূলহোতা তনয় আর আকাশ। চ্যানেল ২৪ এর অনুসন্ধানের জেরে আটক করা হয়েছে, বিভিন্ন সময় জালিয়াতির সাহায্যে ভর্তি হওয়া সাত শিক্ষার্থীকেও। দীর্ঘদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস এবং পরীক্ষার দিন কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের মাধ্যমে জালিয়াতি করে আসছিল চক্রটি।

চ্যানেল ২৪ এর অনুসন্ধানের পর আটক হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল প্রশ্ন ফাস চক্রের মূল হোতা তনয় ও আকাশ।

২০ অক্টোবর রাত...। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা। যাতে ডিজিটাল জালিয়াতি হতে পারে..চ্যানেল টোয়েন্টি ফোরের দেয়া এমন তথ্যে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ও শহিদুল্লাহ হলে অভিযান চালায় সিআইডি। আটক করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রানা ও আব্দুল্লাহ আল মামুনকে।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করে সিআইডি। আদালতে দুই জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডিজিটাল ডিভাইস সরবরাহ এবং প্রশ্ন ফাঁসের মূলহোতা হিসেবে নাভিদ আনজুম তনয় ও আকাশের নাম বেরিয়ে আসে।

এরপর থেকেই আত্মগোপনে ছিলো তনয় ও আকাশ। প্রযুক্তির সহায়তায় ফোন ট্র্যাক করে তনয়ের অবস্থান জানতে পারে সিআইডি। পরে ১৪ নভেম্বর রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই পদ্ধতিতে গাজীপুরের পুবাইল থেকে গ্রেপ্তার করা হয় আকাশকে। তার কাছ থেকেই মোবাইল জালিয়াতির প্রমাণ পায় সিআইডি। দুজনকে গ্রেপ্তারের পুরো প্রক্রিয়ায় ছিল চ্যানেল টোয়েন্টিফোর।

তনয় ও আকাশকে দফায় দফায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অবৈধ উপায়ে ঢাকা বিশ্ববিদ্যিালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া কয়েকজনের নাম। এই সূত্র ধরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বায়েজিদ, নাহিদ, সাব্বির, প্রসেনজিৎ, আজিজুল হাকিম, তানভীর ও ইফাতকে গ্রেপ্তার করে সিআইডি।

পুলিশ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তনয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আকাশ প্রশ্নফাঁসের মাধ্যমে বাগিয়ে নিয়েছে বিপুল অর্থ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তনয় দীর্ঘদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে উত্তর বলে দিয়ে এবং পরীক্ষার দিন সকালে কেন্দ্র থেকে প্রশ্ন ফাসের মাধ্যমে অবৈধ উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করে বিপুল পরিমান অর্থ উপার্জন করে আসছিল। এর আগে গত ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের আগের রাতে চ্যানের ২৪ এর অনুসন্ধানের ভিত্তিতে আটক করা হয় ডিজিটাল জালিয়াতির দুই সদস্যকে। পরে তাদের দেয়া জবানবন্দি অনুসারে সিআইডির হাতে আটক হয় চক্রের এই দুই মূল হোতা। এছাড়াও বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ উপায়ে ভর্তি হওয়া আরো ছয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল দলের সহায়তায় আটক করে সিআইডি।

আরএইচ/ ২২ নভেম্বর ২০১৭